ইসলামাবাদ, ৩০ মার্চ- শারজিল খান, খালিদ লতিফের পর এবার কপাল পুড়লো পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফানের। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বাঁহাতি এই পেসার। বুধবার এক বিবৃতিতে ইরফানকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর আগে অবশ্য ইরফানকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিলো পিসিবি। নিষেধাজ্ঞার ছাড়াও ইরফানকে পড়তে হয়েছে আর্থিক জরিমানার মুখেও। তাকে দশ লক্ষ রূপি জরিমানা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। এর আগে পিএসএলের দ্বিতীয় আসরে জুয়াড়িদের সাথে যোগাযোগ করার অভিযোগ ওঠে ইরফানের বিরুদ্ধে। এরপর কারণ দর্শানোর নোটিশ পাঠিয়ে তাকে পিসিবির কাছে জবাবদিহি করতে বলা হয় ইরফানকে। কিন্তু বোর্ডের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হন পিএসএলের গেলো আসরে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলা এই পাকিস্তানি ক্রিকেটার। নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হলেও সুযোগ দেওয়া হয়েছিলো ইরফানকে। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছিলো দেশবাসীর কাছে ক্ষমা চাইতে। ক্ষমাও চেয়েছিলেন ইরফান। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। পাকিস্তানের হয়ে চার টেস্ট, ৬০ ওয়ানডে ও ২০ টি-টোয়েন্টি খেলা ইরফানকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় পিসিবি। পিএসএলের দ্বিতীয় আসরে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে ইরফান ছাড়াও নিষিদ্ধ হয়েছেন চার পাকিস্তানি ক্রিকেটার। টুর্নামেন্টের শুরুতেই নিষিদ্ধ হয়েছিলেন ইসলামাবাদের দুই পাকিস্তানি ওপেনার শারজিল খান এবং খালিদ লতিফ। এরপর একই অভিযোগে নিষিদ্ধ হয়েছেন শাহজাইব হাসান ও নাসির জামসেদ। সূত্র: ডন, এক্সপ্রেস ট্রিবিউন আর/১২:১৪/৩০ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nME8f1
March 30, 2017 at 07:06AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top