উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, ইসলামাবাদঃ পাকিস্তানের বিদেশ সচিবের দায়িত্ব নিলেন তেহমিনা জাঞ্জুয়া। গত সোমবার থেকেই বিদেশ সচিবের দায়িত্ব নিয়েছেন তিনি। ট্যুইট মাধ্যমে একথা জানিয়েছেন পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র লাফিস জাকাইরা।
জানা গিয়েছে, আইজাজ আহমেদ চৌধুরির বদলে এসেছেন তেহমিনা জাঞ্জুয়া। গত মাসেই পাক বিদেশ সচিব হিসাবে নিযুক্ত হয়েছিলেন তেহমিনা। তবে নির্ধারিত সূচি অনুসারে সোমবার অর্থাৎ ২০ মার্চ এই পদের কর্মভার গ্রহণ করেন তিনি।
মহিলা হিসাবে তেহমিনাই প্রথম পাকিস্তানের বিদেশ সচিবের দায়িত্ব নিলেন। এর আগে রাষ্ট্রসঙ্ঘে পাক প্রতিনিধি ছিলেন তিনি।
from Uttarbanga Sambad http://ift.tt/2mR9Xju
March 21, 2017 at 10:13PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন