২০০১ সালে মাত্র ১৯ বছর বয়সে বলিউড ডেবিউ করেছিলেন রিয়া সেন। স্টাইল ছবিতে প্রথম তাঁকে দেখেন সর্বভারতীয় দর্শক। এর পর একে একে ঝঙ্কার বিটস, আপনা সাপনা মানি মানির মতো বেশ কিছু বাণিজ্যিক ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে তাঁর কাছে যে ধরনের চরিত্র আসে তাতে তিনি আর খুশি নন। সকলেই অনস্ক্রিন আকর্ষণীয় রিয়াকে দেখতে চান। কিন্তু রিয়া কী চান সেটা সম্প্রতি এক সাক্ষাত্কারে শেয়ার করেছেন মনের কথা। রিয়া বলেন, ইন্ডাস্ট্রি আবেদনময়ী শব্দটা থেকে কী বোঝে সে সম্বন্ধে আমার কোনও ধারণা নেই। সকলেই চায় অনস্ক্রিন আমি মিনিস্কার্ট পরি। কিন্তু তা হলেই কি নিজেকে আবেদনময়ী দেখানো হয়। মনে তো হয় না। আপনি তখনই আকর্ষণীয় যখন আপনার খুব সুন্দর একটা ব্যক্তিত্ব থাকবে। আমাকে কেউ আবেদনময়ী বলে ডাকলে আমি কিছু মনে করি না। কিন্তু আমি তো তার থেকেই বেশি কিছু, বলে যান সুচিত্রা সেনের নাতনী। রিয়া জানিয়েছেন, বলিউডে ডেবিউ ফিল্ম থেকেই তাঁর কাছে একই ধরনের অফার আসে। ফলে হিন্দিতে খুব বেশি ছবি করা হয়ে ওঠেনি। তাঁর দাবি, বাঙালি পরিচালকরা অনেক ভাল চরিত্র অফার করেছেন। যেখানে তিনি নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছেন। তার কথায়, আমি ভুল সময়ে বলিউডে গিয়েছিলাম। অনেক ছোট ছিলাম। ইন্ডাস্ট্রি সম্বন্ধে কিছুই জানতাম না। কিন্তু এখন অনেক পরিণত হয়েছি। ফলে বুঝতে পারি ঠিক কী আমি চাই। হিন্দুস্তান টাইমস। এফ/২১:৩৩/১৪ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mJaC9b
March 15, 2017 at 03:34AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন