প্রশাসনিক কর্মীদের হুঁশিয়ারি যোগী আদিত্যনাথের

নয়াদিল্লি, ২৭ মার্চঃ ক্ষমতায় আসার পর উত্তরপ্রদেশে প্রশাসনিক কর্মীদের পাশাপাশি রাজনৈতিক নেতাদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রবিবার গোরখপুরে একটি বৈঠকে আদিত্যনাথ বলেন, ‘অযথা সময় নষ্ট করলে চলবে না। যাঁরা ১৮ থেকে ২০ ঘণ্টা কাজ করতে চান তাঁরা আমার সঙ্গে থাকুন। আর বাকিরা কাজ ছেড়ে চলে যান। রাজ্যের মানুষের উন্নতির জন্য ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে এটা প্রয়োজন।’

এছাড়া, তিনি আরও বলেন, ‘যাঁরা রাজ্যের দুষ্কৃতী ও অপরাধীদের কাজে সাহায্য করছে। তাঁরা অবিলম্বে উত্তরপ্রদেশ ছেড়ে চলে যাক না হলে তাঁদের জেরে পোরা হবে।’



from Uttarbanga Sambad http://ift.tt/2oppSG0

March 27, 2017 at 07:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top