মুম্বাই, ২৯ মার্চ- তিনি সিঙ্গল, কিন্তু রেডি টু মিঙ্গল। সে কথা এবার নিজেই ফলাও করে জানালেন অভিনেত্রী কৃতি শ্যানন। তা হলে কি গুজবটাই সত্যি? বলিপাড়ার অনেকের ধারণা কিন্তু তা-ই। কী সেই গুজব? সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন তিনি। অন্য দিকে, বহু দিনের পার্টনার অঙ্কিতা লোখান্ডের সঙ্গে বিচ্ছেদের পর সুশান্তও নাকি মজেছিলেন কৃতিতেই। শুধু তাই নয়, রবতা ছবির আউটডোর শুটিংয়ে তাঁদের বেশ কিছু মাখোমাখো ছবিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই ঘুরিয়ে স্বীকার করে নিলেন নায়িকা। সাক্ষাৎকারে তাঁর রিলেশনশিপ নিয়ে প্রশ্ন করায় কৃতি পরিষ্কার জানিয়ে দেন, আমি সত্যিই সিঙ্গল। তবে ইন্ডাস্ট্রির কেউ আমার বয়ফ্রেন্ড হলে সমস্যা নেই। আমার মনে হয়, আমাদের পেশার সুবিধা-অসুবিধাগুলো সে আরও ভাল করে বুঝতে পারবে। তা হলে কী সত্যিই সুশান্তের সঙ্গে ডেটিং করছেন কৃতি? উত্তরটা অবশ্য পাওয়া যায়নি। আগামী ৯ জুন মুক্তি পাবে রবতা। আর/১৭:১৪/২৯ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mPjewE
March 30, 2017 at 12:43AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top