যিনি মারলেন, তিনিই বাঁচালেন

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, রায়পুরঃ প্রথমে গুলি চালালেন, পরে নিজেই বাঁচালেন আহতকে। ‘সাহেব আমার জীবন বাঁচিয়েছেন’ ডানতেওয়াডাসের অতিরিক্ত পুলিশ সুপারিটেনডেন্ট অভিষেক পল্লবকে উদ্দেশ্য করে বলল মাও নেতা সোমারু। বর্তমানে সরকারি হাসপাতালে চিকিত্সাধীন সে। তার মাথার ওপর ১ লক্ষ টাকা ধার্য করেছিল সরকার।

উল্লখ্য, ১৮ মার্চ ছত্রিশগড়ের বস্তারের ঘন জঙ্গলে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় ৫ মাওবাদী সহ দুই পুলিশ কর্মী। এই লড়াইয়েই মাও কমান্ডার সোমারু গুরুতর জখম হন।

২০১৩ সালে আইপিএস-এ যোগ দেওয়ার আগে বেগুসরাইয়ের পল্লব ২০০৯ সালে এইমস থেকে এমডি করেন। এদিন তাঁর গুলিতেই জখম সোমারুর যন্ত্রণা দেখে নিজের বর্তমান উদ্দেশ্য ভুলে গিয়ে মানবতার খাতিরে প্রথমে ব্যান্ডেজ করেন সোমারুর জখম জায়গায়। এরপর ব্যাথা উপশমকারী ইনজেকশন দিয়ে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠান।

সোমারুর থেকে সহযোগীতার আশা করছেন সকল মহল। অফিসারের এই কাজ সকল মহল থেকেই প্রশংসিত।



from Uttarbanga Sambad http://ift.tt/2nmToyN

March 25, 2017 at 03:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top