উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ সার্বিয়ায় অপহৃত হওয়া এক ভারতীয়ের আত্মীয় টুইটারের মাধ্যমে বিদেশমন্ত্রীর কাছে সাহয্যপ্রার্থনা করেন। বিদেশমন্ত্রীর বিদেশে বিপদগ্রস্ত ভারতীয়দের দ্রুত সাহায্যের কথা কারোর আজানা নয়।
বৃহস্পতিবার এক নেটিজেন বিদেশমন্ত্রীর কাছে টুইট করেন, ‘দয়া করে আমার ভাইকে বাঁচানো হোক। তাঁর জীবন সঙ্কটে। সার্বিয়াতে কেউ তাকে অপহরণ করেছে এবং টাকা না পাঠানো হলে খুনের হুমকি দেওয়া হয়েছে।’ সঙ্গে ছিল একটি ভিডিও। যেখানে এক ব্যক্তিকে হাত বেঁধে লাঠি দিয়ে পেটানো হচ্ছে।
বিদেশে ভারতীয়ের ওপর অত্যাচারের কথা জানতে পেরে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন বিদেশমন্ত্রী।
এই টুইট ভিডিওর সত্যতা প্রমাণে ধরা পড়ে যায় অপহরণের বিষয়টি সম্পূর্ণ সাজানো। এমন ঘটনায় বিরক্ত সুষমা।
কিছুক্ষণ পর বিদেশমন্ত্রী ট্যুইট করে জানান, ‘বিনয় মহাজনকে খুঁজে পাওয়া গিয়েছে এবং তিনি সার্বিয়ান কর্তৃপক্ষের কাছে নিরাপদে রয়েছেন।’
বিদেশমন্ত্রী জানান সেই ব্যক্তিকে সাইবেবিয়ান পুলিশের হেপাজতে রাখা হয়েছিল এবং পরবর্তীতে ভারতীয় হাইকমিশনের হস্তক্ষেপে তাকে ছেড়ে দেওয়া হয়।
আসল টুইটের জবাবে তিনি বলেন, ‘রাজীব, আমার কাছে সমস্ত তথ্য রয়েছে। তোমার ভাইকে অপহরণ করা হয়নি।’
from Uttarbanga Sambad http://ift.tt/2ndRKhg
March 24, 2017 at 02:24PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন