উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ গুরুং-মোদি বৈঠক হল রাজধানীতে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর হাতে একটি স্মারকলিপি তুলে দেন গুরুং। সূত্রের খবর, এই স্মারকলিপিতে উল্লেখ ছিল পৃথক গোর্খাল্যান্ডের দাবির সঙ্গে সঙ্গে ১১টি জাতি উপজাতির স্বীকৃতি দেওয়ার কথাও। এছাড়া দার্ডজিলিংয়ে যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের কথা বলা হয়েছিল বিজেপির তরফে, তার কাজ ত্বরান্বিত করার দাবিও জানানো হয়।
বিগত দুই লোকসভা নির্বাচনে বিজেপি-র ইস্তাহারে পাহাড় নিয়ে প্রতিশ্রুতির কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আরও একবার মনে করিয়ে দিলেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুং। বৃহস্পতিবার মোদি-গুরুং বৈঠকের আয়োজন করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও দার্জিলিংয়ের সাংসদ এসএস আলুওয়ালিয়া। মোর্চা সুপ্রিমো ছাড়াও এদিন প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন রোশন গিরি, বিনয় তামাং এবং রমেশ আলে। সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে এদিন মোর্চার তরফ থেকে বলা হয়, রাজ্য সরকার জিটিএকে কোনোরকম সহযোগীতা করছে না। মোর্চা সূত্রের খবর, বৈঠক সার্থক।
from Uttarbanga Sambad http://ift.tt/2mXCYct
March 24, 2017 at 01:14PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন