ঢাকা, ০৯ মার্চ- চিত্রনায়িকা নিপুণ। চিত্রনায়িকা পরিচয়ে এখন আর আগের মতো নিয়মিত না পাওয়া গেলেও আপাদমস্তক চলচ্চিত্রের মানুষই তিনি। যদিও ব্যক্তিগত ব্যবসা সামলানোর পাশাপাশি চলচ্চিত্রের জন্য সময় ব্যয় করাটা এখন খুব একটা সহজ হচ্ছে না নিপুণের। তবে ভালো গল্প পেলে আবারো বড়পর্দায় দেখা যাবে তাকে। তেমন একটি ছবির কথাও চলছে। এখনো কোনো বিষয় চূড়ান্ত না হলেও হয়তো এই চলচ্চিত্রের মাধ্যমেই চলতি বছরের প্রথম ছবিটি শুরু করবেন তিনি। নিপুণ বলেন, যেহেতু এখন চলচ্চিত্রে আগের মতো সময় দিতে পারছি না তাই গল্পের বিষয়টি জোর দিচ্ছি। নিপুণ চলতি সময়ে ব্যস্ত আছেন নাটক নিয়ে। পাশাপাশি আরটিভির একটি রিয়্যালিটি শো ক্যাম্পাস স্টার-এর বিচারক হিসেবে দেখা যাবে তাকে। ছোটপর্দায় অভিনয় ও দেশের চলচ্চিত্রের এখনকার অবস্থা প্রসঙ্গে নিপুণ আরো বলেন, নাটকে সময় খুব বেশি দিতে হয় না। তাই ভিন্ন গল্প ও ভালো বাজেটের কাজ হলে নাটক করছি। তবে সেটাও বিশেষ দিবস ছাড়া নয়। আর বড়পর্দার অবস্থা এখন ভালো যাচ্ছে বলবো না। তবে ইতিবাচক বিষয় ছবি নির্মাণের পরিমাণ বাড়ছে। পাশাপাশি হলগুলোর দিকে নজর দেওয়ার অনুরোধ করছি। কারণ দর্শকদের ছবি দেখার পরিবেশ তৈরি করে দিতে হবে। এফ/০৯:২৫/০৯মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2m0S2FY
March 09, 2017 at 03:27PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন