উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, রাজগঞ্জঃ প্রায় দেড় মাস থেকে নিখোঁজ রাজগঞ্জের বানিয়াপাড়ার শম্পা রায় (২৪) নামে এক গৃহবধু। জানা গিয়েছে, গত ১৭ জানুয়ারি শ্বশুর বাড়ি থেকে ৫ কিলোমিটার দূরে ফাটাপুকুর ডাঙ্গাপাড়ায় বাবার বাড়ি যাওয়ার পথে তিনি নিখোঁজ হয়ে যান। দুই সন্তানের মা ওই গৃহবধুর সন্ধান পেতে শ্বশুর বাড়ি ও বাবার বাড়ির পক্ষ থেকে রাজগঞ্জ থানা, বিডিও এবং জলপাইগুড়ি পুলিশের এসপি-র দ্বারস্থ হয়েছেন। কিন্তু আজ অবধি খোঁজ না পাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন ওই গৃহবধূর পরিবারের সদস্যরা।
সম্প্রতি মহিলা পাচার ও শিশু বিক্রি নিয়ে সারা রাজ্য তোলপাড় হওয়ায় তাঁদের চিন্তা আরও বেড়ে গিয়েছে। পরিবারের সদস্যরা দ্বারস্থ হয়েছেন জলপাইগুড়ি ইন্সপায়ার নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের কাছে। শনিবার ওই সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ওই গৃহবধূর বাবার বাড়িতে এসে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এছাড়া রাজগঞ্জ থানার পুলিশ এবং রাজগঞ্জের বিডিও-র সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করেন।
ওই গৃহবধুর কাকা বিলাস রায় জানিয়েছেন, প্রায় ৯ বছর আগে ফাটাপুকুর ডাঙ্গাপাড়ার দ্বীজেন রায়ের মেয়ে শম্পার বিয়ে হয়েছিল বানিয়াপাড়ার তরণি রায়ের ছেলে মজেন রায়ের (৩০) সঙ্গে। পেশায় কৃষক মজেন রায় ও শম্পার দুই ছেলে। তাঁদের বয়স ৭ ও ৪ বছর। গত ১৭ জানুয়ারি দুই ছেলেকে শ্বশুর বাড়িতে রেখে বাবার বাড়ি যাওয়ার কথা বলে সাইকেল নিয়ে বের হয় শম্পা। কিন্তু সে তাঁর বাবার বাড়িতে পৌছায়নি। সাইকেলটিও পাওয়া যায়নি। বিষয়টি পুলিশের কাছে লিখিতভাবে জানিয়েছেন ওই গৃহবধুর স্বামী। এব্যাপারে রাজগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, ওই মহিলার খোঁজে তদন্ত চলছে।
from Uttarbanga Sambad http://ift.tt/2m86Ofy
March 05, 2017 at 08:54PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন