পাচার রুখতে সক্ষম বিএসএফ, উদ্ধার ১২টি গরু

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, তুফানগঞ্জঃ অবাধে গরু পাচার বন্ধ করল বিএসএফ। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে প্রায় ৩০০টি গরু পাচার করতে উদ্যত হয় পাচারকারীরা। পাচারের চেষ্টা চলছিল বালাভুত গ্রাম পঞ্চায়েতের ছিট তিলাই এলাকার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে। গরু পাচার আটকাতে বিএসএফ-এর পক্ষ থেকে একটি স্টার্ন গ্রেনেড ও ২ রাউন্ড পাম্প একশন ফায়ার করা হয়। এই ঘটনায় ছত্রভঙ্গ হয় পাচারকারীরা। এরপর ১২টি গরু আটক বিএসএফ।



from Uttarbanga Sambad http://ift.tt/2msr1v2

March 15, 2017 at 08:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top