নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় ১৪ দলীয় জোট।
বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে কুসিক নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার পক্ষে প্রচারণা চালাতে এসে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে আয়েজিত এক সংবাদ সম্মেলনে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া এ অভিযোগ তোলেন।
তিনি বলেন, মেয়র প্রার্থী সাক্কুর বিরুদ্ধে দুর্নীতিসহ ১০টি মামলা রয়েছে। সাক্কু কারাগারে থাকলে হয়তো বলা যেত সরকারি বরাদ্দের টাকা তিনি আত্মসাৎ করেন নাই। কিন্তু তিনি তো কারাগারে যাননি। কুমিল্লা নগরীর উন্নয়নের পরিবর্তে সরকারি বরাদ্দের টাকায় সাক্কু নিজের উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী এনামুল হক শামীম, বিজ্ঞান ও প্রযক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, কেন্দ্রীয় জাসদের সহসভাপতি ফজলুর রহমান বাবুল, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদৎ হোসেন, তরিকত ফেডারেশনের সাংগঠনিক মোহাম্মদ আলী ফারুকী, কেন্দ্রীয় কমিউিনিস্ট পার্টির যুগ্ম আহ্বায়ক অসিত বরুন রায়।
ন্যাপের (মোজাফফর) সাধারণ সম্পাদক অধ্যক্ষ নজরুল মজিদ বেলাল, গণ আজাদী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ, কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক ও কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি আলহাজ ওমর ফারুক, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্নধার নাফিসা কামাল, কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টি নেতা মাহমুদুল হাসান মানিক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রতন, জেলা জাসদের সাধারণ সম্পাদক সাইমুল হকসহ ১৪ দলীয় জোটের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।
from Comillar Barta™ http://ift.tt/2nGt9Eb
March 23, 2017 at 06:21PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন