নু ক্যাম্পে অবিশ্বাস্য ও রীতিমতো অসম্ভব এক লক্ষ্যের পেছনে ছুটবে বার্সেলোনা। প্রাক ডি প্রিন্সেসে পিএসজির কাছে ৪-০ গোলে হেরে যাওয়া মেসিরা ঘরের মাঠে আজ দ্বিতীয় লেগে নামবেন। শেষ আটে যেতে হলে বার্সাকে জিততে হবে ৫-০ গোলে। জোড়া গোল করে প্রথম লেগে বার্সাকে উড়িয়ে দেন মেসির স্বদেশি সতীর্থ ডি মারিয়া। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম লেগে ৪ গোলে পিছিয়ে পড়ে পরের রাউন্ডে যাওয়ার রেকর্ড নেই একটিও। পুরো ম্যাচে গোলমুখে একবারও কিকই নিতে পারেননি বার্সার প্রাণভোমরা মেসি। ক্যাম্প ন্যুতে আজ নতুন ইতিহাস হবে কি না, সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে ম্যাচের শেষ পর্যন্ত। তবে শুরুর আগেই বার্সেলোনাকে তাতিয়ে দিলেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস। নাপোলিকে উড়িয়ে দেওয়ার পর স্প্যানিশ এই ডিফেন্ডার জানালেন, বার্সা হেরে গেলে সেই রাতে ঘুম ভালো হয় তাঁর। তিনি চান এই ম্যাচেও পিএসজির কাছে বার্সা যেন হেরে যায়। গত রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে নাপোলিকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগেও একই ব্যবধানে জেতায় ৬-২ ব্যবধানে উয়েফা লিগের শেষ আট নিশ্চিত করেছে রিয়াল। দারুণ হেডে জোড়া গোল করেছেন সার্জিও রামোস (একটি আত্মঘাতী)। আজ বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় পিএসজির মুখোমুখি হবে বার্সেলোনা। খেলাটি সরাসরি দেখাবে টেন ২। আর/১৭:১৪/০৮ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mXJPY5
March 09, 2017 at 12:50AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top