ব্যাংকিং প্রতারণার শীর্ষে আইসিআইসিআই

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ ব্যাংকিং প্রতারণার ঘটনায় দেশে শীর্ষে আইসিআইসিআই ব্যাংক। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক এই সম্পর্কিত যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, চলতি আর্থিক বছরের প্রথম ৯ মাসে আইসিআইসিআই ব্যাংকে এক লাখ বা তার বেশি অংকের আর্থিক প্রতারণার ঘটনা ঘটেছে ৪৫৫ বার। স্টেট ব্যাংকের ক্ষেত্রে সেই সংখ্যাটা ৪২৯। তারপরেই রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক(২৪৪) এবং এইচডিএফসি (২৩৭)। অর্থমন্ত্রকে পাঠানো দেশের শীর্ষ ব্যাংকের ওই রিপোর্টে আরো বলা হয়েছে, আর্থিক প্রতারণার ঘটনায় স্টেট ব্যাংকের ৬৪ জন কর্মী জড়িত ছিলেন। এইচডিএফসি এবং অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রে সেই সংখ্যাটা যথাক্রমে ৪৯ ও ৩৫। সমস্ত ব্যাংক মিলিয়ে ৩৮৭০টি ঘটনায় প্রতারণার অংক গিয়ে ঠেকেছে ১৭৭৫০.২৭ কোটি টাকায়।



from Uttarbanga Sambad http://ift.tt/2ncnXsa

March 12, 2017 at 04:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top