১২ ঘণ্টার গুলির লড়াইয়ে খতম আইএস জঙ্গি

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, লখনউঃ মঙ্গলবার বিকেল ৩.৩০ মিনিট থেকে বুধবার ভোর ৩টা পর্যন্ত পুলিশের সঙ্গে ১২ ঘন্টার গুলির লড়াইয়ে অবশেষে মৃত্যু হল এক আইএস জঙ্গির৷ ঘটনাস্থল উত্তরপ্রদেশের রাজধানী লখনউ এর ঠাকুরগঞ্জ এলাকার একটি বাড়ি।

গোপন সূত্রের খবরের ভিত্তিতে চলে এই অভিযান। গোটা বাড়িটি ঘিরে ফেলে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, নিহত ওই জঙ্গি সইফুল্লাহ আইএস-এর খুরাসান মডিউলের সদস্য। গতকাল মধ্যপ্রদেশের ট্রেন বিস্ফোরণেও হাত ছিল ওই জঙ্গির। যে ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল গতকালের ট্রেন বিস্ফোরণে সেরকমই প্রচুর বিস্ফোরক, অস্ত্রশস্ত্র, আই এস এর পতাকা, ভারতীয় নোট, সোনা, পাসপোর্ট, সিমকার্ড এবং ট্রেনের সময়সূচী উদ্ধার হয় নিহত এই জঙ্গির ঘর থেকে।

দুই জঙ্গি বাড়ির ভেতর রয়েছে বলে সন্দেহ করা হয় প্রথমে। পরে বাড়ির দেয়ালে ড্রিল দিয়ে ছিদ্র করা হয় গুলি চালানোর জন্য। এছাড়া আত্মসমর্পন করারও সুযোগ দেওয়া হয়। কিন্তু কোনো কাজ হয়নি। এটিএস বাহিনীকে দেখে গুলি চালাতে শুরু করলে পাল্টা গুলিতে প্রাণ হারায় ওই জঙ্গি। বাড়ির ভেতর থেকে উদ্ধার হয় ওই জঙ্গির মৃতদেহ।

বিস্ফোরণের ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পুলিশকে সাহায্য করেছিল সন্দেহভাজনদের ধরতে। মঙ্গলবার বিকেলে কানপুর থেকে ২জন এবং ইটাওয়া থেকে ১জন সন্দেহভাজনকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ দল। আরও ৩জনকে গ্রেফতার করা হয়েছে মধ্যপ্রদেশ থেকে।

জানা গিয়েছে, গতকালের বিস্ফোরণ ছিল ট্রেলার। ছক ছিল আরও বড়ো ধরনের নাশকতার। তদন্তে নেমেছে এনআইএ।



from Uttarbanga Sambad http://ift.tt/2lWToS7

March 08, 2017 at 02:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top