কলম্বো, ১৩ মার্চ- শ্রীচলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৩ মার্চ সোমবার এই ঘোষণা দেওয়া হয়। ওয়ানডে স্কোয়াডে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আছেন নুরুল হাসান সোহান ও শুভাগত হোম চৌধুরী। তবে চমক হিসেবে দলে আছেন ঘরোয়া ক্রিকেটে চমক দেখানো সানজামুল ইসলাম। ১৬ সদস্যের বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, সানজামুল ইসলাম, শুভাগত হোম ও নুরুল হাসান সোহান। আগামী ২৬ ও ২৮ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে ডাম্বুলায় প্রথম দুটি ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়। এরপর ১লা এপ্রিল কলম্বোয় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামবে উভয় দল। শেষ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়। এফ/২১:১৮/১৩ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mjk3Zy
March 14, 2017 at 03:20AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top