রামমন্দির-বাবরি মসজিত ইস্যু মেটানো হোক আলোচনার মাধ্যমেঃ সুপ্রিমকোর্ট

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ দুই পক্ষের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে সমাধান হোক অত্যন্ত সংবেদনশীল রাম জন্মভূমি ও বাবরি মসজিদ ইস্যু। রায় শীর্ষ আদালতের।

বিচারপতি জে এস খেহর জানিয়েছেন, এই ব্যাপারটি অত্যন্ত সংবেদনশীল। উভয়পক্ষ সামনাসামনি বসে বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে পারে। প্রয়োজনে মধ্যস্থতাকারীর নিয়োগ করা যেতে পারে। উভয়পক্ষ চাইলে প্রধান বিচারপতিও এই ভূমিকা পালন করতে রাজি। এটি কোনো রায় নয়, বরং একটি পরামর্শ।

প্রধান আবেদনকারী সুব্রহ্মণ্যন স্বামী বলেন, ‘বিতর্কিত জমি দেওয়া হোক মন্দির নির্মাণের জন্য এবং সরযূ নদীর ওপাশে তৈরি হোক মসজিদ।’ আরও বলেন, ‘নামাজ যে কোনও জায়গায় পড়া যেতে পারে। কিন্তু ভগবান রামচন্দ্রের জন্মস্থান কখনও পরিবর্তন করা সম্ভব নয়।’

সর্বোচ্চ আদালত জানায়, সব মহলের চেষ্টা করা উচিত যাতে আদালতের বাইরেই কোনো গ্রহণযোগ্য সমাধানে পৌঁছনো যায়। এরপর ৩১ মার্চের মধ্যে আদালতে সেই সিদ্ধান্ত যাতে জানানো হয়।

 

 



from Uttarbanga Sambad http://ift.tt/2mnXw2v

March 21, 2017 at 01:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top