ব্রিজটাউন, ১০ মার্চ- আগের দিন ৭৮ রানে অপরাজিত ছিলেন। অপেক্ষায় ছিলেন সেঞ্চুরির। ডানেডিন টেস্টের তৃতীয় দিন টেস্ট ক্যারিয়ারের ১৬তম শতকটা নামের পাশে যোগ করে নিলেন কেন উইলিয়ামসন। খেলেছেন ১৩০ রানের দুর্দান্ত এক ইনিংস। ২৪১ বলে যা সমৃদ্ধ ১৮টি চারে। উইলিয়ামসনের সেঞ্চুরিতে ভর করে নিজেদের প্রথম ইনিংসে ৩৪১ রান তুলেছে নিউজিল্যান্ড। এর আগে প্রথম ইনিংসে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে ৩০৮ রানে। আর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিন শেষে প্রোটিয়াদের সংগ্রহ ১ উইকেটে ৩৮ রান। ফাফ ডু প্লেসিসের দল ইতোমধ্যে লিগ পেয়েছে ৫ রানের। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দক্ষিণ আফ্রিকার সূচনা হয়েছে হতাশার। দলের স্কোরশিটে কোনো রান যোগ করেই সাজঘরে ফেরেন কুইন্টন ডি কক। ট্রেন্ট বোল্টের বলে বিজে ওয়েটলিংয়ের হাতে ক্যাচ তুলে দেন প্রোটিয়া এই ওপেনার। দিন শেষে দক্ষিণ আফ্রিকার দুই অপরাজিত ব্যাটসম্যান ডিন এলগান (১২*) ও হাশিম আমলা (২৩*)। এর আগে ৩ উইকেটে ১৭৭ রান তৃতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। উইলিয়ামসন সেঞ্চুরি তুলে নিলেও নাইটওয়াচম্যান হিসেবে (গতকাল) খেলতে নামা জিতান প্যাটেল ১৬ রান করেই সাজঘরে ফেরেন। বিজে ওয়েটলিং পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের ১৩তম হাফ সেঞ্চুরি। ঠিক ৫০ রান করতেই কেশব মহারাজের বলে বোল্ডআউট কিউই উইকেটরক্ষক। নেইল ওয়েগনারের ব্যাট থেকে এসেছে ৩২ রান। দক্ষিণ আফ্রিকার পক্ষে ৫ উইকেট নেন কেশব মহারাজ। দুটি করে উইকেট নিয়েছেন মরনে মরকেল ও ভেরনন ফিল্যান্ডার। আর কাগিসো রাবাদা পকেটে পুরেছেন এক উইকেট। আর/১৭:১৪/১০ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2m7gLrX
March 10, 2017 at 11:10PM
10 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top