কুমিল্লায় নিহত ৩৭ পুলিশ সদস্যকে স্মরণ

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে নগরীর পুলিশ লাইন মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসশয় কর্তব্য পালনকালে নিহত ৩৭ জন পুলিশ সদস্যকে স্মরণ করা হয়।

জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন সাবেক আইজিপি মো. আবদুর রউফ, কুমিল্লার জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম, হাইওয়ে পুলিশ সুপার মো. রেজাউল করিম, কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব মো. ওমর ফারুক, কুমিল্লা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মহসিন-উজ-জামান চৌধুরী, অজিতগুহ কলেজের অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার, কুমিল্লাস্থ র‌্যাব-১১ এর অধিনায়ক মেজর মো. মোস্তফা কায়জার, ভাষা সৈনিক মো. আবদুল জলিল, অ্যাড. গোলাম ফারুক, অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক, প্রফেসর আমীর আলী চৌধুরী ও বদরুল হুদা জেনু প্রমুখ। এর আগে শহীদদের স্মরণে পুলিশ লাইনে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দিবসটি উপলক্ষে একটি র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।



from Comillar Barta™ http://ift.tt/2lSUaT6

March 01, 2017 at 06:13PM
01 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top