ইতালিতে ফ্লাইওভার ধসে নিহত ২

455ইতালির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর আনকোনায় একটি ফ্লাইওভার ধসে পড়লে এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দু’জন প্রাণ হারিয়েছেন। খবর বিবিসির।

ইতালির সংবাদ সংস্থা আনসা জানিয়েছে, নিহত দু’জন স্বামী-স্ত্রী এবং তারা এসকোলি পিসেনো প্রদেশের বাসিন্দা। এ ঘটনায় রোমানিয়ার দুই নির্মাণ শ্রমিকও গুরুতর আহত হয়েছেন।

ইতালির কর্তৃপক্ষ জানায়, ফ্লাইওভারটির সংস্কার কাজ চলছিল।

সৌভাগ্যক্রমে বেঁচে যাওয়া ফ্রান্সিসকো নামে এক প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে জানান, ফ্লাইওভারটি তার চোখের সামনে মহাসড়কটির উপর হঠাৎ করেই ধসে পড়ে। সঙ্গে সঙ্গে কড়া ব্রেক কষায় এ যাত্রায় তিনি প্রাণে বেঁচে যান।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2msmpIN

March 10, 2017 at 02:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top