রাজ্যে সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ নিয়ে প্রশ্ন সুপ্রিমকোর্টের

নয়াদিল্লি, ২৮ মার্চঃ জম্মু-কাশ্মীরের সংখ্যালঘু অ-মুসলিম সম্প্রদায়ের অধিকার সুরক্ষিত রাখার জন্য কেন কোনও প্যানেল গঠন করা হয়নি, তা নিয়ে কেন্দ্র ও জম্মু-কাশ্মীরের সরকারকে প্রশ্ন করে নোটিশ পাঠাল সুপ্রিমকোর্ট। সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বে একটি ডিভিশন বেঞ্চ ৪ সপ্তাহের মধ্যে এ ব্যাপারে উত্তর দেওয়ার জন্য দুই সরকারকে নির্দেশ দিয়েছে।

সম্প্রতি আইনজীবী অঙ্কুর শর্মা এ ব্যাপারে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। তিনি জানিয়েছেন, ‘এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জম্মু-কাশ্মীরে কোনও সংখ্যালঘু কমিশন না থাকায় রাজ্যের সংখ্যালঘু অ-মুসলিমদের প্রাপ্য যা সুযোগসুবিধা রয়েছে, তা সবটাই চলে যাচ্ছে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের খাতে।’

এই মামলায় অতিরিক্ত সলিসিটর-জেনারেল তুষার মেহতাকে ডিভিশন বেঞ্চ এ ব্যাপারে  যাবতীয় নথি এবং আইনি তথ্য খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে।



from Uttarbanga Sambad http://ift.tt/2od0VhK

March 28, 2017 at 06:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top