উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, লাটাগুড়িঃ সোমবার থেকে উত্তরবঙ্গের পাশপাশি সারা অসমজুড়েই হাতি শুমারির কাজ শুরু হচ্ছে। এবারের শুমারিতে হাতির সংখ্যা অনেকটাই বাড়বে বলে বনদপ্তর আশা করছে। এর আগে ২০১৪ সালে উত্তরবঙ্গে শেষবার হাতি শুমারির কাজ হয়েছিল। সেইসময় উত্তরবঙ্গে ৫৯০টি হাতির সন্ধান মিলেছিল।
উত্তরবঙ্গের মুখ্য বনপাল (বন্যপ্রাণী বিভাগ) এনএস মুরলি বলেন, ‘২৭ থেকে ২৯ মার্চ পর্যন্ত এই হাতি গণনার কাজ চলবে। সব মিলিয়ে ২০০টি দল এই গণনার কাজে শামিল হবে। প্রতিটি দলে চারজন করে শামিল হবেন।’
from Uttarbanga Sambad http://ift.tt/2nTXAqG
March 26, 2017 at 10:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.