ঢাকা, ২৮ মার্চ- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সর্বশেষ সভায় এপ্রিলের তৃতীয় সপ্তাহে বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজনের সিদ্ধান্ত হলেও কোনো দিনক্ষণ নির্ধারণ করতে পারেনি। মূলতঃ টুর্নামেন্টের পৃষ্ঠপোষক স্বত্ত্ব কেনা চ্যানেল নাইন-এর সঙ্গে চূড়ান্ত আলোচনা না হওয়াতেই তারিখ নির্ধারণ করতে পারেনি বাফুফে। সে আলোচনা শেষ করেছে বাফুফে। তাইতো সভাপতি কাজী সালাউদ্দিন বৃহস্পতিবার ডেকেছেন কার্যনির্বাহী কমিটির জরুরী সভা। এ সভা থেকেই টুর্নামেন্টের তারিখ, সম্ভাব্য খরচ ও দলগুলো নিয়ে সিদ্ধান্ত হবে। বঙ্গবন্ধু গোল্ডকাপের গত দুই আসরের গ্রুপ পর্বের খেলা ঢাকার বাইরে হলেও এবার বাফুফের ইচ্ছা গোটা টুর্নামেন্টই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজন করার। বাজেটও রাখতে চায় আগের মতো ৬ কোটি টাকার মধ্যে। কেননা ৫ বছরের জন্য বঙ্গবন্ধু গোল্ডকাপের স্পন্সর স্বত্ত্ব কেনা চ্যানেল নাইন থেকে এর বেশি টাকা পাওয়া যাবে না। বাফুফের একটি সূত্রে জানা গেছে, গত আসরের চুক্তির টাকার একটি অংশও পায়নি বাফুফে। যে কারণে চ্যাম্পিয়ন নেপাল দল এখনো পায়নি প্রাইজমানির ৫০ হাজার মার্কিন ডলার। টুর্নামেন্ট হবে ৬ জাতির- বাংলাদেশ ও ৫ বিদেশি দল। তবে কোন কোন দেশ আসতে পারে সে বিষয়টি খোলাসা করেনি বাফুফে। নেপালসহ দক্ষিণ এশিয়ার দুটি দল থাকতে পারে বঙ্গবন্ধু কাপের এবারের আসরে। আসিয়ানের দুটি ও মধ্য এশিয়ার একটি দল দেখা যেতে পারে। আয়োজক হিসেবে সফলতার পাশপাশি জাতীয় দলের সাফল্য পাওয়ার উপরও জোর দিচ্ছে বাফুফে। বঙ্গবন্ধু গোল্ডকাপ সামনে রেখে জাতীয় দলে দেখা যেতে পারে বিদেশি কোচ। তিন/চার জন বিদেশি কোচের বায়োটা আছে বাফুফে কর্মকর্তাদের হাতে। এপ্রিলের প্রথম সপ্তাহে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। আর/১০:১৪/২৮ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2odAHvJ
March 29, 2017 at 05:40AM
28 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top