শ্যামপুর হাজী মমতাজ ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর হাজী মমতাজ মিঞা ডিগ্রি মহাবিদ্যালয়ে ২০১৭ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কলেজ প্রাঙ্গনে গর্ভনিং বডির সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য গোলাম রাব্বানী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ, শ্যামপুর ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলাম, উজিরপুর ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন, বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের, যুবলীগ নেতা ফারুক হোসেনসহ বিভিন্নস্তরের দলীয় নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে এমপি গোলাম রাব্বানী শিক্ষার্থীদের সু-নাগরিক হিসাবে গড়ে তোলার আহবান জানান এবং কলেজের উন্নয়নে আর্থিক অনুদান ঘোষণা করেন। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন যুবলীগ নেতা আতিকুল ইসলাম ডিউক চৌধুরী। এরআগে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০৩-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2o28bk1

March 27, 2017 at 09:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top