কলকাতা, ১৩ মার্চ- বিয়ের পর শ্রাবন্তীর এটাই ছিল প্রথম দোল। রঙের উত্সবে স্বামী কৃষণের সঙ্গে মেতেছিলেন নায়িকা। এমনিতেই রঙিন থাকতে পছন্দ করেন। পছন্দ রং খেলাও। মনের মতো আবিরে কৃষণকে রাঙিয়েছিলেন তিনি। সঙ্গে ছিল ছেলে ঝিনুকও। সব মিলিয়ে পরিবার ও বন্ধুদের সঙ্গেই কাটছে তাঁর বসন্ত। শুধু তো রং খেললেই হবে না, পোজ দিয়ে ছবি তোলাও চাই। সে ছবি তোলাও হল। শেয়ারও হল সোশ্যাল মিডিয়ায়। ছবি দেখে খুব খুশি নায়িকার ভক্তরা। তবে ইচ্ছে থাকলেও খুব বেশি রঙিন হওয়া সম্ভব হয়নি তাঁর। কারণ হাতে রয়েছে নতুন ছবি। রং না উঠলে শুটিং করাই যে সমস্যার হবে। এসকে মুভিজের পরের ছবির নায়িকা শ্রাবন্তী। সেখানে তাঁর বিপরীতে রয়েছেন কৃষণ। পরিচালকের আসনে জয়দীপ মুখোপাধ্যায়। এই ছবি দিয়েই টলিউডে ডেবিউ করছেন কৃষণ। আনন্দবাজার আর/১০:১৪/১৩ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2n1M9Nb
March 14, 2017 at 05:49AM
13 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top