উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, মালবাজারঃ গত কয়েকদিন ধরেই আকাশের মুখ ছিল ভার। বৃষ্টিতে রঙের উৎসবে কতটা মেতে ওঠা যাবে সেই নিয়ে অনেকেই ভাবনায় পড়েছিলেন। কিন্তু দোলের দিন সকাল থেকেই ঝলমলে রোদ। দিকে দিকে দোলে মাতলেন আট থেকে আশি। মালবাজারে দোল উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাচ, গানের মধ্য দিয়ে পালন করা হয় বসন্ত উৎসব। উৎসবের শেষে আবির খেলায় মেতে ওঠেন এলাকার বাসিন্দারা।
from Uttarbanga Sambad http://ift.tt/2mVSvhc
March 12, 2017 at 12:29PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন