বার্লিন মিউজিয়ামে চুরি

বার্লিন, ২৯ মার্চঃ রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিমূর্তি সম্বলিত ‘ম্যাপেল লিফ’ নামে এক ক্যানাডিয়ান স্বর্ণমুদ্রা বার্লিন মিউডিয়ামে সোমবার সকাল থেকে বেপাত্তা। বিশুদ্ধ সোনায় তৈরি এই স্বর্ণমুদ্রার ওজনে ১০০ কেজি এবং এর বাজারমূল্য প্রায় ৪ মিলিয়ন ডলার।

মিউজিয়ামের ওযেবসাইটে বলা আছে, ২০০৭ সালে রয়্যাল ক্যানাডিয়ান মিন্ট এই মুদ্রাটি প্রকাশ করে এবং এর গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে রয়েছে তুলনারহিত বিশুদ্ধতার জন্য।

৫৩ সেমি চওড়া এবং ৩ সেমি মোটা এই মুদ্রাটিকে বোড মিউজিয়ামে আনা হয় ২০১০ সালে।

পুলিশ সূত্রের খবর, মিউজিয়ামের কোনো জানালা খোলা থাকার সুযোগ নিয়ে মইয়ের সাহায্যে ভেতরে প্রবেশ করে বুলেট প্রুফ নিরাপত্তাবেষ্টনী ভেঙে মুদ্রাটি নিয়ে গেছে কোনো দুষ্কৃতির দল। তল্লাশি চলছে। খুব শীঘ্রই খোঁজ মিলবে বলে আশাবাদী পুলিশ।



from Uttarbanga Sambad http://ift.tt/2nvMUMe

March 29, 2017 at 10:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top