আদালতে শুনানির সময় রাস্তায় নামবেন দীপা সহ ১৬ বিধায়ক

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, রায়গঞ্জঃ প্রদেশ কংগ্রেস নেত্রী দীপা দাশমুন্সীর নেতৃত্বে বৃহস্পতিবার মোহিত সেনগুপ্তকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে আন্দোলনে নামছে কংগ্রেস বিধায়ক দল। বৃহস্পতিবার রায়গঞ্জ জেলা আদালতে শুনানি হবে প্রশাসনের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে মোহিত সেনগুপ্তের আগাম জামিনের আবেদনের।

গত ৬ মার্চ রায়গঞ্জ পুরসভার যুগ্ম প্রশাসক তথা মহকুমাশাসক টিএন শেরপা আর্থিক অনিয়মের অভিযোগে মোহিত সেনগুপ্তের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। চক্রান্ত করে শাসকদল প্রশাসনকে কাজে লাগিয়ে মোহিত সেনগুপ্তের নামে মিথ্যা মামলা দায়ের করেছে বলে ইতিমধ্যেই অভিযোগ তুলে সোচ্চার জেলা কংগ্রেস।

উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দ বলেন, ‘প্রশাসনকে সামনে রেখে তৃণমূলের নোংরা রাজনীতির জবাব দিতে বৃহস্পতিবার কয়েক হাজার পুরবাসীকে নিয়ে রাস্তায় নামা হবে। নেপালদেব মাহাতো, প্রমথনাথ রায়, সুখবিলাস বর্মাদের নেতৃত্বে ১৬ জন বিধায়ক এবং রায়গঞ্জের প্রাক্তন সাংসদ তথা প্রদেশ কংগ্রেসনে নেত্রী দীপা দাশমুন্সী শামিল হচ্ছেন এই ম্যারাথন কর্মসূচীতে। পাশাপাশি আদালতে দায়ের হওয়া আগাম জামিনের আবেদনের শুনানিতে ন্যায় বিচার মিলবে বলে আশাবাদী জেলা কংগ্রেস নেতৃত্ব।’



from Uttarbanga Sambad http://ift.tt/2mNWeMF

March 15, 2017 at 08:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top