কলকাতা, ৩০ মার্চঃ ফের ধর্মীয় অসহিষ্ণুতার শিকার হলেন এক কবি। শ্রীজাতর পর বিশিষ্ট কবি মন্দাক্রান্তা সেনকে সোশ্যাল মিডিয়ায় গণধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। উল্লেখ্য, শ্রীজাতর লেখা কবিতা ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে এই অভিযোগ তুলে এক কলেজ ছাত্র তাঁর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করে। শ্রীজাতকে খুনের হুমকি দেওয়ার অভিযোগও ওঠে। শ্রীজাতর সমর্থনে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন মন্দাক্রান্তা সেন। শ্রীজাতর পাশে দাঁড়িয়ে একটি কবিতাও লিখেছিলেন তিনি। তার পরিপ্রেক্ষিতেই তাঁকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। বিষয়টি নিয়ে তিনি লালবাজারের দ্বারস্থ হয়েছেন। মন্দাক্রান্তা জানিয়েছেন, তাঁকে হুমকি দেওযায় তিনি ভীত নন, কিন্তু সমাজ ও দেশের জন্য আতঙ্কিত। যেভাবে ধর্মান্ধতা শিকড় বিস্তার করছে তাতে তিনি যথেষ্ট উদ্বিগ্ন।
from Uttarbanga Sambad http://ift.tt/2oaGRzG
March 30, 2017 at 11:56AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন