কলম্বো, ২৩ মার্চ- কলোম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ড মাঠে শ্রীলঙ্কার বোর্ড সভাপতি একাদশের বিরুদ্ধে দারুণ প্রস্তুতি সেরে নিয়েছে টাইগাররা। ৫০ ওভারের ম্যাচে টাইগাররা সংগ্রহ করেছে ৮ উইকেটে ৩৫২ রান। ২ রান বেশি থাকায় ম্যাচে জয় লাভ করেছে শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশ। টাইগারদের চার ব্যাটসম্যান ফিফটি পেরোনো ইনিংস খেলেছেন। অন্যদিকে বাকী ব্যাটসম্যানরাও ছোট ছোট কার্যকর ইনিংস খেলেন। সকালে টসে জিতে শ্রীলঙ্কাকে সভাপতি একাদশকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। বীরাক্কোদির ৬৭, কুশল পেরেরার ৬৪, ধনঞ্জয়া ডি সিলভার ৫২ আর থিসারা পেরেরার ৪১ রানে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫৫ রান করে শ্রীলঙ্কা সভাপতি একাদশ। শুরু থেকেই আক্রমণাত্মক লঙ্কান দল ইনিংসের শেষ ১০ ওভারে তোলে ৮৫ রান। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই ফিরেছিলেন ইমরুল কায়েস। বিনুরা ফার্নান্দোর বলে সানদুন বীরাক্কোদিকে ক্যাচ দিয়েছিলেন ইমরুল কায়েস। এর পর থেকে পাল্টা জবাবটা ভালোই দিচ্ছে বাংলাদেশ। নির্দিষ্ট করে বললে সাব্বির রহমান ও সৌম্য সরকার। দলীয় ১১৬ রানে ফেরেন সৌম্য, সাব্বির আউট হন ১২৪ রানের মাথা। এরপর মুশফিকুর রহিম মোসাদ্দেক হোসেনের সঙ্গে আরও ২৮ রান যোগ করেন। ১৫২ রানে ব্যক্তিগত ২০ রানে চতুরঙ্গ ডি সিলভার বলে দাসুন সানাকার ক্যাচে পরিণত হন তিনি। এরপর ক্রিজে আসেন মাহমুদুল্লাহ। মোসাদ্দেক ৫৫ বলে ৫৩ রানের ইনিংস খেলে বিদায় নেয়ার পর আরো দ্রুতই দুটি উইকেট পড়ে যায়। এরপর ক্রিজে এসে টাইগার অধিনায়ক ৩৫ বলে ৫৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। মাশরাফি ৪টি করে চার, ছয় মারেন। মাহমুদুল্লাহ শেষ পর্যন্ত ৬৮ বলে ৭১ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন। বাংলাদেশের পক্ষে মাশরাফি, তাসকিন, সানজামুল, সাইফুদ্দিন, আবুল হাসান ১ টি করে উইকেট লাভ করেছেন। আগামি ২৫ মার্চ ম্যাচ দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের ৩ ম্যাচের ওডিআই সিরিজ শুরু হবে। এফ/১০:০০/২৩মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mSLPMw
March 23, 2017 at 03:59PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন