ঢাকা, ০৭ মার্চ- বিয়ের আসর থেকে পালালেন উর্মিলা শ্রাবন্তী কর! পরিবারের সম্মানের কথা না ভেবে তার এমন কর্মকাণ্ডে হতাশ হয়ে পড়লেন সবাই। এমনকি বরের পরিবারের লোকেরাও চিন্তিত পাত্রীর এমন আচরণে। এমন একটি ঘটনা নিয়েই নির্মিত হল নাটক এ ফ্যামিলি গাই। মাবরুর রশিদ বান্নাহ্র রচনা ও পরিচালনায় এমন গল্পের একটি নাটকে সম্প্রতি অভিনয় করেছেন উর্মিলা শ্রাবন্তী কর। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। নাটকটি প্রসঙ্গে উর্মিলা বলেন, এর গল্প দারুণ। এতে দেখা যাবে ইরফান তার পরিবারের অনুরাগী ছেলে। তার ধ্যান-জ্ঞান সবই তার পরিবারকে ঘিরেই। এক পর্যায়ে ইরফানের মা তার বিয়ে দিতে চায়। সিদ্ধান্ত অনুযায়ী মেয়ে খুঁজতে থাকেন। পরে আমার সঙ্গে তার বিয়ে ঠিক হয়। এর পরই ঘটতে থাকেন নানা ঘটনা। গল্পটি দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। এতে আরও অভিনয় করেছেন লাক্স তারকা সুপ্রিয়া, নিশো, ইমান আহমেদ সওদাগর, শিল্পী সরকার অপু প্রমুখ। সম্প্রতি ঢাকা ও আশপাশের এলাকায় নাটকটির শুটিং শেষ হয়েছে। আগামী পহেলা বৈশাখে বাংলা টিভিতে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা। এফ/১৫:৪৫/০৭ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lXwcDS
March 07, 2017 at 09:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top