গঙ্গারামপুরে ৪০ কোটির টেক্সটাইল হাব তৈরির কাজ শুরু

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, গঙ্গারামপুরঃ এক সময় গঙ্গারামপুরের তাঁতের কাপড় বাংলা সহ ভারতের বিভিন্নপ্রান্তে এমনকি বিদেশে পর্যন্ত সুনাম অর্জন করেছিল। তাঁতশিল্পের প্রাণকেন্দ্র ছিল গঙ্গারামপুর এবং সংলগ্ন অঞ্চল। কিন্তু কালের করাল গ্রাসে এবং কলের শাড়ির বাড়বাড়ন্তে ক্রমশ যেন ব্রাত্য হয়ে উঠেছে তাঁতশিল্প। সময়ের নিয়মে এবং নিজস্ব জীবিকা নির্বাহের তাগিদে তাঁতশিল্পকে ছেড়ে তাঁতিরা প্রায় প্রতিনিয়ত ভিন্ন পেশায় নিয়োজিত হয়ে চলেছেন। তাঁতিদের এই দুর্দশার কথা জানতে পেরে ২০১৫ সালে তপনের এক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গারামপুর সংলগ্ন অঞ্চলে অত্যাধুনিক টেক্সটাইল হাবের ঘোষণা করেছিলেন। যা উত্তরবঙ্গের মধ্যে প্রথম টেক্সটাইল হাব। প্রায় ৪০ কোটি টাকা বরাদ্দ করে সম্প্রতি গঙ্গারামপুর এলাকা সংলগ্ন ঠ্যাঙ্গাপাড়ায় দু’একর জমির ওপর গত বছর ডিসেম্বর মাসের ১৯ তারিখ থেকে কাজের সূচনা হয়।



from Uttarbanga Sambad http://ift.tt/2nM0luk

March 24, 2017 at 09:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top