জঙ্গী আস্তানায় অভিযান; এক জঙ্গীর ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক ● চান্দিনায় পুলিশের উপর বোমা হামলার পর আটক জঙ্গী হাসানকে ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির ইন্সপেক্টর ফিরোজ হোসেনের আবেদনের প্রেক্ষিতে আদালত জঙ্গী হাসানের ৭দিনের রিমান্ড মঞ্জুর করে।

বৃহস্পতিবার থেকে তাকে কঠোর নিরাপত্তায় জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে।

অপর দিকে মিরসরাইয়ে জঙ্গী হাসান ও জসিমের আস্তানা থেকে গ্রেনেডসহ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় কুমিল্লার ডিবির পক্ষ থেকে বুধবার রাতে মিরসরাই থানায় পৃথক আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যেই শক্তিশালী বোমা নিয়ে জঙ্গী হাসান ও জহির (জসিম) ঢাকায় যাচ্ছিল। চান্দিনায় উদ্ধার হওয়া বোমা তাদের তৈরী। বুধবার চান্দিনা থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর মামলাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর ফিরোজ হোসেন জানান, ‘আটক জঙ্গীদের মধ্যে হাসানকে নিয়ে মিরসরাইয়ের অভিযান শেষে ৭দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জিজ্ঞাসাবাদে সে অনেক তথ্য প্রদান করেছে।

আটক অপর জঙ্গী জসিম (জহির) পুলিশ প্রহরায় কুমেকে চিকিৎসাধীন।

এদিকে চান্দিনায় পুলিশের উপর বোমা হামলার পর হাসানকে নিয়ে র‌্যাব, পুলিশ মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত মিরসরাইয়ের কলেজে রোডে অভিযান চালিয়ে গ্রেফতারকৃত ওই জঙ্গীদের আস্তানা থেকে ২৯টি গ্রেনেডসহ বিপূল পরিমান বোমা তৈরীর সরঞ্জাম ও বিস্ফোরক  উদ্ধার করেছে।

এ ঘটনায় কুমিল্লার ডিবির পক্ষ থেকে পৃথক আরও একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে ওই মামলাটি দায়ের করেন কুমিল্লা ডিবির এসআই সহিদুল বাশার।

ওই মামলায় জঙ্গী হাসান ও জসিমসহ ৮ জনকে অভিযুক্ত করা হয়ছে। মামলাটি তদন্ত করছেন মিরসরাই থানার ওসি (তদন্ত) জাকির হোসেন। মামলার এজাহারে গ্রেফতারকৃত হাসান বান্দরবান জেলার নাক্ষ্যাংছড়ি উপজেলার বাইশা গ্রামের মৃত হোসাইন আহাম্মদের পুত্র এবং অপর জঙ্গী জহিরুল ইসলাম প্রকাশ জহির প্রকাশে জসিম টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার এলেঙ্গা গ্রামের (৩রাস্তার মোড়, বাইপাস)আব্দুল মজিদের পুত্র বলে উল্লেখ করা হয়েছে।



from Comillar Barta™ http://ift.tt/2mEJPvc

March 09, 2017 at 05:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top