উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট বাবরি মসজিদ ধ্বংস মামলার শুনানি পিছিয়ে দিল। পরবর্তী শুনানি ৬ এপ্রিল। সকল পক্ষকেই লিখিত আবেদন করার রায় দেয় কোর্ট। বেঞ্চই ঠিক করবে বিজেপির শীর্ষ নেতৃত্ব লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর জোশী, উমা ভারতীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগের তদন্ত ফের শুরু হবে কিনা।
বাবরি মসজিদ ধ্বংসের সঙ্গে দুটি মামলা রয়েছে। একটি লখনউ এবং অপরটি রায়বরেলিতে। রায়বরেলি আদালতে শীর্ষস্থানীয় বিজেপি নেতৃত্ব এবং বিশ্ব হিন্দু পরিষদের মামলা চলছিল। এদিকে উমা ভারতী, লালকৃষ্ণ আডবাণী ও মুরলী মনোহর জোশীদের বিরুদ্ধে বাবরি ধ্বংস মামলায় ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ খারিজ করে দেয়। অপরদিকে লখনউ কোর্টে মামলা চলছিল করসেবকদের বিরুদ্ধে। এই দুই মামলাকে একত্রিতভাবে চালু করার আর্জি সুপ্রিম কোর্টের।
কিছুদিন আগেই শীর্ষ আদালতের পরামর্শ ছিল, বিতর্কিত ভূখণ্ডে মন্দির না মসজিদ হবে ঠিক করতে আদালতের বাইরে বোঝাপড়া করে নিক দুই পক্ষ। এ জন্য প্রয়োজনে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতেও প্রস্তুত প্রধান বিচারপতি জে এস খেহর।
from Uttarbanga Sambad http://ift.tt/2mvyDC3
March 23, 2017 at 03:17PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.