সিলেটে ৪০টি ঘুমের ট্যাবলেট খেয়ে গৃহবধুর আত্মহত্যা

somona-begum-25-300x204

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি ::সিলেট নগরীর শিবগঞ্জে ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যা করলো সুমনা বেগম (২৫) নামে এক গৃহবধু। মঙ্গলবার রাতে শিবগঞ্জ লাকড়িপাড়াস্থ রংধনু-৬ নং বাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শফিক মিয়ার স্ত্রী সুমনা মঙ্গলবার বিকেলের দিকে শিবগঞ্জের মিতালী ফার্মেসী থেকে ৪০টি ঘুমের ট্যাবলেট (ট্রিপটিন ২৫এমজি) ক্রয় করেন। আর সন্ধা রাতে ক্রয়কৃত ঘুমের ট্যাবলেটগুলো সেবন করে দরজা বন্ধ করে ঘুমিয়ে যান । রাত ১০টার দিকে তার স্মামী শফিক মিয়া তাকে অনেক ডাকাডাকি করে সারাশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে সুমনার মৃতদেহ খাটের উপর পরে থাকতে দেখেন। এসময় পাশেই ছিলো মিতালী ফার্মেসী থেকে কেনা ৪০টি ঘুমের ঔষধের খোলস ও মিতালী ফার্মেসীর মেমো।

স্ত্রীর মৃতদেহ পরে থাকতে দেখেই ঘর থেকে পালিয়ে যান স্বামী শফিক মিয়া। খবর পেয়ে রাত ১১টায় শাহপরান থানার এস আই রতন ঘটনাস্থলে এসে সুমনার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরন করেন।
death-pic-e1488365922949এ বিষয়ে এস আই রতন জানান. আমরা খবর পেয়ে রাত ১১টার দিকে রংধনু-৬ নং বাসায় গিয়ে গৃহবধু সুমনার মৃতদেহ দেখতে পাই। লাশ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠিয়েছি। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারিনি।

মিতালী ফার্মেসী কিভাবে প্রেসক্রিপশন ছাড়া ৪০টি ঔষধ বিক্রি করলো এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান এসআই রতন।

এদিকে গৃহবধু সুমনার আত্মহত্যার ঘটনায় নগরীর শিবগঞ্জস্থ মিতালী ফার্মেসীর দ্বায়িত্বহীনতার পরিচয় ও আইন না মেনে প্রেসক্রিপশন ছাড়া ঔষধ বিক্রিকে দায়ী করছে এলাকাবাসী। তাছাড়া তাকে আত্মহত্যার প্ররোচনার জন্য তার স্বামীকে গ্রেফতার এবং মিতালী ফার্মেসীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছে শিবগঞ্জ এলাকাবাসী।

এ বিষয়ে সিলেটের ড্রাগ সুপার শফিকুল ইসলাম বলেন, মিতালী ফার্মেসী প্রেসক্রিপশন ছাড়া এতো বেশি পরিমানে ঘুমের ঔষধ বিক্রি করেছে যা নিষিদ্ধ। তদন্ত করে মিতালী ফার্মেসীর বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2lgzgib

March 02, 2017 at 03:56PM
02 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top