খাদ্যে বিষক্রিয়ার জেরে অসুস্থ ৬, বিক্ষোভের মুখে রাজধানী এক্সপ্রেস

আসানসোল, ২৮ মার্চঃ মঙ্গলবার নিউ দিল্লি-শিয়ালদহ ডাউন রাজধানী এক্সপ্রেসে অভিযোগ উঠল নিম্নমানের খাবার দেওয়ার। খাবার খেয়ে গুরুতর অসুস্থ ৬ জন। এর জেরে প্রথমে আসানসোল ও পরে শিয়ালদহ স্টেশনে বিক্ষোভ দেখান যাত্রীরা।

কেন্দ্রীয় মন্ত্রী ও আসানসোলের মন্ত্রী বাবুল সুপ্রিয় জানান, খাদ্য খুবই নিম্নমানের ছিল এবং ট্রেনের সার্ভিস অত্যন্ত নিরাশাজনক।

পূর্ব রেলের এক মুখপাত্র জানান, ‘এটা অত্যন্ত দূর্ভাগ্যজনক ঘটনা। প্রায় ১২০০ জন যাত্রী নিয়ে যাচ্ছিল ট্রেনটি। তাদের মধ্যে নির্দিষ্ট কোচের ৫-৬জন যাত্রী খাদ্যের গুণগত মান নিয়ে অভিযোগ দায়ের করেন। বিষয়টি অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

বাবুল সুপ্রিয় এদিন আশ্বাস দেন, বিষয়টি নিয়ে রেলমন্ত্রী সুরেশ প্রভুর সঙ্গে আলোচনা করবেন এবং প্রয়োজনে তিনি নিজে খাদ্যের গুণগত মান দেখবেন।

 



from Uttarbanga Sambad http://ift.tt/2oddAl9

March 28, 2017 at 07:28PM
28 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top