স্যানিটরি ন্যাপকিন ট্যাক্স ফ্রি করার আর্জি মানেকার

নয়াদিল্লি, ৩১ মার্চঃ নারী ও শিশুকল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী মানেকা গান্ধী অর্থমন্ত্রী অরুন জেটলিকে শুক্রবার পরিবেশবান্ধব এবং বায়ো ডিগ্রেডেবল স্যানিটরি ন্যাপকিনসে জিএসটি বিলে ১০০ শতাংশ করমুক্তির আর্জি জানিয়েছেন।

জিএসটি বিলের পর, লোকসভার সাংসদ সুস্মিতা দেব মানেকা গান্ধীকে স্যানেটরি ন্যাপকিনকে করমুক্ত করার দাবি জানিয়ে চেঞ্জ ডট ওআরজি(change.org) এর একটি পিটিশন জমা দেন। চেঞ্জ ডট ওআরজি(change.org) এর এই পিটিশনে ২.১ লক্ষের বেশি সই রয়েছে।

সুস্মিতা দেব পিটিশন জমা দেওয়ার সময় বলেন, ‘কেন্দ্র সরকারের উচিত, গর্ভনিরোধক ওষুধ, কন্ডোমের মতই মহিলাদের অতিপ্রয়োজনীয় দ্রব্যাদিও করমুক্ত করার জন্য পদক্ষেপ নেওয়া।’



from Uttarbanga Sambad http://ift.tt/2nSdPV1

March 31, 2017 at 06:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top