শাহরুখ হবেন উলভারিন?

এক্স-ম্যান ছবি ‘লোগান’ এ দেখা যাবে হিউ জ্যাকম্যানকে। উলভারিন চরিত্রে হিউ অভিনয় করছেন ১৬ বছর ধরে। তবে এ সিরিজের পরবর্তী ছবিতে উলভারিন হয়ে নাও আসতে পারেন হিউ! কে করতে পারেন চরিত্রটি? হিউ বললেন, সেখানে দেখা যেতে পারে বলিউড বাদশাহ শাহরুখ খানকে।

২০০০ সালে প্রথমবারের মতো এক্স-ম্যান ছবিতে যাত্রা শুরু হিউ জ্যাকম্যানের। তখন থেকে এ পর্যন্ত চরিত্রটি করেছেন আটবার। এবার মনে হয় আর চরিত্রটি মনে ধরছে না হিউ-এর! উলভারিন হিসেবে পরবর্তী ছবিতে তাঁকে দেখা নাও যেতে পেরে। কে করছেন চরিত্রটি? এমন প্রশ্নে হিউ বললেন, ‘এ চরিত্রে আমার অভিনয় না করাই ভালো। তবে উলভারিন কে হবেন, কে জানে? শাহরুখ চরিত্রটি করতে পারেন।’
এটা কেবলই হিউ জ্যাকম্যানের ভাবনা। তবে এক্স-ম্যান সিরিজের স্রষ্টারা নেবেন কি হিউর পরামর্শ? সে থাকল ভবিষ্যতের ভাবনায়। ‘লোগান’ মুক্তি পাচ্ছে খুব শিগগির। ইন্ডিয়া টুডে



from Comillar Khabor – Comilla News http://ift.tt/2mNkM6I

March 03, 2017 at 03:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top