পোপের কথাও শুনছে না চার্চ

তিরুবনান্তপুরম, ৩০ মার্চঃ খোদ পোপ ফ্রান্সিসের নির্দেশ অমান্য করল কেরলের সাইরো-মালাবার চার্চ। মহিলাদের পরিবর্তে ‘মান্ডি থার্সডে’-তে ১২ জন পুরুয বা ছোটো ছেলেদের পা ধোয়ানোর পুরনো প্রথাই মেনে চলবে এই চার্চ। সাইরো-মালাবার চার্চের মেজর আর্চবিশপ জর্জ অ্যালেনচেরি এক নির্দেশিকায় জানিয়েছেন, তারা পুরনো প্রথাই মেনে চলবে। সাইরো-মালাবার চার্চের অধীনস্থ চার্চগুলিকেও ‘মান্ডি থার্সডে’-তে মহিলাদের পা না ধোয়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। খ্রীস্ট ধর্ম অনুযায়ী, ইস্টারের আগের বৃহস্পতিবারকে বলা হয়ে থাকে ‘মান্ডি থার্সডে’।  খ্রীস্টানদের বিশ্বাস অনুযায়ী, ক্রুশবিদ্ধ হওয়ার আগে ১২ জন মানুষের পা ধুয়ে দিয়েছিলেন জিশু খ্রীস্ট। সেই আচারই এখনও পালন করা হয়ে থাকে। কিন্তু গত বছর পোপ ফ্রান্সিস বলেন এই আচার শুধুমাত্র পুরুষদের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। মহিলা, বয়স্ক, অসুস্থ ও নবীনদেরও এই আচারে সামিল করতে হবে। এই নিয়ে বিস্তর আলোচনাও হয়। সাইরো-মালাবার চার্চের নির্দেশিকা অনুষায়ী, পোপের এই নির্দেশ শুধুমাত্র ল্যাটিন চার্চগুলির ক্ষেত্রেই প্রযোজ্য, প্রাচ্যের চার্চগুলির ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই তারা পুরনো পথেই চলবেন।



from Uttarbanga Sambad http://ift.tt/2nyjDAR

March 30, 2017 at 01:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top