গোয়ায় পাল্লা ভারি পারিকারের

 

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, পানাজিঃ গোয়ার মুখ্যমন্ত্রী হিসাবে ফিরতে পারেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার। ৪০ আসনবিশিষ্ট গোয়া বিধানসভা নির্বাচনে কংগ্রেস বা বিজেপি কেউই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কংগ্রেস পেয়েছে ১৭টি আসন, বিজেপি দখলে ১৩টি। অন্যান্য দল পেয়েছে ১০টি আসন। এরমধ্যে মহারাষ্ট্র গোমন্তক পার্টি (এমজিপি) পেয়েছে তিনটি আসন। জানা গিয়েছে, পারিকারকে গোয়ার মুখ্যমন্ত্রী করা হবে, এই আশ্বাস পেলে বিজেপিকে সমর্থন করতে পারে এমজিপি। এছাড়া তিনটি আসনে জয়ী গোয়া ফরওয়ার্ড পার্টিও বিজেপিকে সমর্থন করতে পারে।  ফলে পারিকারকে মুখ্যমন্ত্রী করা নিয়ে বিজেপিও চিন্তাভাবনা করছে। সরকার গঠন নিয়ে আলোচনা করতে পানাজি গিয়েছেন নীতিন গড়কড়ি।

রবিবার গোয়ার নবনির্বাচিত বিধায়করা আলোচনায় বসেন। সেখানে মনোহর পারিকারকে মুখ্যমন্ত্রী করার বিষয়ে একটি প্রস্তাব পাশ হয়েছে। প্রস্তাবটি বিজেপি সভাপতি অমিত শাহের কাছে পাঠিয়েও দেওয়া হয়। বিজেপি সূত্রের খবর, এমজিপি ও ফরওয়ার্ড পার্টির পাশাপাশি তিন নির্দল বিধায়কের সমর্থনও তারা পাবেন। ফলে খুব সহজেই  সরকার গঠনের ম্যাজিক ফিগার পেরিয়ে যাওয়া যাবে বলে আশাবাদী গোয়ার বিজেপি নেতৃত্ব।



from Uttarbanga Sambad http://ift.tt/2meAi9Y

March 12, 2017 at 02:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top