লস অ্যাঞ্জেলস, ১২ মার্চ- হলিউড অভিনেত্রী ড্যাকোটা জনসন বিখ্যাত হয়েছেন ফিফটি শেডস অব গ্রে ছবির মাধ্যমে। এবার আনফিট চরিত্রের জন্য অভিনয় করছেন এই আবেদনময়ী অভিনেত্রী। তবে চরিত্রটি তার জন্য আনফিট নয়। ছবির নাম আনফিট, যা খ্যাতনামা লেখক অ্যাডাম কোহেনের বই অবলম্বনে তৈরি হচ্ছে। ছবির পটভূমি ১৯২৪ সালের। এর কাহিনী এমন- ক্যারি বাক ও জন হেনড্রেন বেলের মধ্যে চলছে মামলা। সেখানে বাক ছিলেন বাদিপক্ষ। বিচারপতি অলিভার ওয়েনডেল হোমস জুনিয়র এই আইনটি লিপিবদ্ধ করেন। অ্যামেরিকার সুপ্রিমকোর্ট এক বিতর্কিত রায় দিয়েছিল। বলা হয় শারীরিক ও মানসিকভাবে কেউ যদি প্রতিবন্ধী হয়, তবে সে আনফিট। রাষ্ট্রের স্বার্থে সে সন্তানের জন্ম দিতে পারবে না। কারণ সে অক্ষম। সে যেই জিনের বাহক, সন্তানের মধ্যে যদি সেই জিনের সামান্যতমও আসে তা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। তাই সেই ব্যক্তিকে অবশ্যই নির্বীজকরণ করাতে হবে। এই মামলাটি এবার উঠে আসবে পর্দায়। ক্যারি বাকের চরিত্রে অভিনয় করতে চলেছেন ড্যাকোটা জনসন। তিনি জানিয়েছেন, অনেকের মতো তিনিও এই ঘটনা মেনে নিতে পারেন না। অ্যামেরিকার বিচারব্যবস্থার এই ঘটনা মর্মান্তিক। প্রশাসন ও মেয়েদের সম্পর্কের উপর এটি প্রভাব ফেলেছিল। এই গল্পটি সবার সামনে তুলে ধরার সুযোগ পেয়ে তিনি সম্মানিত। সূত্র- ভ্যারাইটি আর/১৭:১৪/১২ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mWCQ16
March 13, 2017 at 12:38AM
12 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top