মুম্বাই, ১২ মার্চ- রং বরসে ভিগে চুনরওয়ালি গানটা এখনও দারুণ হিট বলিউডের হোলি-পার্টিতে। সিলসিলার এই গানটা যেন হোলির রং আরও এক দাগ চড়িয়ে দেয়। আবির আর বাঁদুরে রঙমাখা বলিউডি তারকাও মেতে উঠেন এই গানের তালে। তবে সিলসিলায় যাঁর লিপে এই গান সেই অমিতাভ বচ্চনের বাড়িতে এ বছর আর বাজবে না রং বরসে... । হোলি উৎসবে মাতামাতি বন্ধ অমিতাভ-জয়া-অভিষেক-ঐশ্বরিয়ার। প্রতি বছরই জুহুতে অমিতাভ-জয়ার বাংলো প্রতীক্ষায় হোলির দিনে জমাটি পার্টি চলে। ছোট-বড় বলিউড স্টারেরা তো বটেই, তাতে হাজির থাকেন অমিতাভের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনেরা। অঢেল খাওয়াদাওয়া, নাচ-গান কী-ই না হয় সে দিন। তবে, শোনা যাচ্ছে, এ বার সে সব কিছুই বন্ধ। হোলিতে কোনও রকম আনন্দ-উৎসব করবে না বচ্চন পরিবার। সময়টাই যে ভাল যাচ্ছে না পরিবারের। বেশ কয়েক দিন ধরেই গুরুতর অসুস্থ পুত্রবধূ ঐশ্বর্যা রাই বচ্চনের বাবা কৃষ্ণরাজ রাই। মুম্বাইয়ের একটি হাসপাতালে আইসিইউ-তে ভর্তি চিকিৎসাধীন তিনি। তাই বচ্চন পরিবার ঠিক করেছেন, এ বছরটা হোলির দিনে কেবলমাত্র পুজোপাঠ করেই কাটাবেন। পার্টি বন্ধ! তবে লোকজনের সঙ্গে দেখা-সাক্ষাৎ থাকবে। থাকবে অতিথি আপ্যায়নও। এফ/১৬:০৪/১২মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mzuf3v
March 12, 2017 at 10:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top