উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ আমাদের এই বিশাল পৃথিবী বিশ্বব্রহ্মাণ্ডের কাছে সামান্য একটা ধূলিকণা ছাড়া বেশি কিছু নয়! আর আমরা কতই না ক্ষুদ্র! না, এই বক্তব্য কোনও ধর্মগুরুর নয়, নাসার। আসলে, ব্রহ্মাণ্ডে আমাদের সূর্য আরও ১০০ বিলিয়ন নক্ষত্রের মধ্যে একটিমাত্র। আমাদের পুরো পূথিবী ঘুরতেই কত সময় লেগে যায়। কিন্তু যদি আলোর গতিতে ভ্রমণ করা যায়, তবে কেবল মিল্কি ওয়ে গ্যালাক্সি পাড়ি দিতেই আমাদের ১ লক্ষ বছর লেগে যাবে। তাছাড়া মহাকাশের ৭০ শতাংশই ‘ডার্ক এনার্জি’-তে তৈরি। এর মাত্র ৫ শতাংশ নিয়েই আমরা গবেষণা চালাতে পারি। তারও কত এখনও বাকি!
from Uttarbanga Sambad http://ift.tt/2n22j6b
March 24, 2017 at 10:22PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.