কলকাতা, ২৩ মার্চ- এখনকার সম্পর্কগুলো জটিল হয়ে গিয়েছে। প্রতিনিয়ত আমাদের মাল্টিটাস্কিং করতে হয়। মনের কথা শেয়ার করার মতো মানুষ খুঁজে পাওয়া যায়না। কিন্তু এ সমস্যা সমাধানের উপায় বাতলে দিয়েছেন কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। নিজের একান্ত আপন অনুভূতি গুলোর চিকিৎসা করাতে প্রত্যেককে তাই সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হওয়া উচিত বলে মনে করেন তিনি। তথাগত বন্দ্যোপাধ্যায় পরিচালিত নতুন সিনেমা মন্দবাসার গল্প প্রসঙ্গে কথা বলতে গিয়ে এমনটিই বললেন পরমব্রত। আর এতে একজন সাইকিয়াট্রিস্টের চরিত্রে অভিনয় করছেন তিনি। মনোরোগ বিশেষজ্ঞদের কাছে অনেক বার গিয়েছি আমি উল্লেখ করে পরমব্রত আরো জানান, সাইকিয়াট্রিস্টরা অনেকের অভিজ্ঞতা শোনেন। অনেক কিছু ডিল করতে হয় তাঁদের। এমন অনেককে চিনি যারা হয়তো বিব্রত হয়েছেন, ঘেঁটে গিয়েছেন। কিন্তু ভিতরে ভিতরে খুব শান্ত থাকতে পারেন তাদের সকলেই। আগামীকাল ২৪ মার্চ মুক্তি পাচ্ছে ছবিটি। যার কেন্দ্রে এক নারীকে ঘিরে তিন জন পুরুষের গল্প বলা হয়েছে এতে। পরমব্রত বলেন, ছবিটার একটা ম্যাজিক আছে। শেষ ৩০ মিনিটে সেটা বোঝা যাবে। ডিফিকাল্ট, ঘটনাবহুল। আর সায়ন্তনর চরিত্রটা অদ্ভুত সুন্দর একটা জায়গায় যায়। সে কারণেই গল্পটা পড়েই রাজি হয়ে গিয়েছিলাম। -আনন্দবাজার পত্রিকা। এফ/১৬:৩০/২৩মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nqKjFz
March 23, 2017 at 10:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top