গ্রীষ্মকালীন অবকাশে শুনানি তিন তালাক মামলারঃ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩০ মার্চঃ বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের বেঞ্চ  তিন তালাকের বিষয়টি শুনানির জন্য মে মাসের গ্রীষ্মকালীন অবকাশকে ধার্য করল।

প্রধান বিচারপতি জে এস খেহর ও বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত শীর্ষ আদালতের এই বেঞ্চ জানিয়েছে, মে মাসের ১১ থেকে ১৯ তারিখ পর্যন্ত চলবে মামলার শুনানি।

এর আগে ১৬ ফেব্রুয়ারি এই বেঞ্চ তিন তালাক, নিকাহ হালালা এবং একাধিক বিয়ের বিষয়ে সংশ্লিষ্ট পার্টিকে লিখিত পিটিশন দায়ের করতে বলে। জমা পড়ে একাধিক পিটিশন।

প্রসঙ্গত, গত ২৭ মার্চ অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল বোর্ড শীর্ষ আদালতকে হুঁশিয়ারি দেয়, মুসলিম সমাজে প্রচলিত ব্যক্তিগত রীতির ওপর হস্তক্ষেপ করা থেকে যাতে বিরত থাকে এবং অন্যান্য দেশের উদাহরণ থেকে অনুপ্রাণিত যাতে না হয় সুপ্রিমকোর্ট।

জনস্বার্থের মামলা হিসেবে অনেকেই অত্যন্ত সংবেদনশীল এই বিষয়টিতে সুপ্রিমকোর্টের হস্তক্ষেপ দাবি করেছেন।



from Uttarbanga Sambad http://ift.tt/2nn3b5w

March 30, 2017 at 07:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top