বুনোহাতির হানায় আহত ৫ বনকর্মী

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, লাটাগুড়িঃ জঙ্গলে টহলদারির সময় বুনোহাতির আক্রমণে আহত হলেন ৫ বনকর্মী। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে গরুমারা জঙ্গলের মেদলা রোড এলাকায়।

জানা গিয়েছে, জঙ্গলে নজরদারি চালাবার সময় হঠাত্ই ঝোপের আড়াল থেকে একটি বুনোহাতি ৫ জন বনকর্মীকে আক্রমণ করে। হাতির আক্রমণে হতচকিত হয়ে পড়েন বন কর্মীরা। তাঁদের হাতে থাকা বন্দুকও ভেঙে ফেলে বুনোহাতিটি। হাতির আক্রমণে জখম হন ওই কর্মীরা। এরপর হাতিটি পালিয়ে গেলে অন্য বনকর্মীরা গিয়ে আহত সহকর্মীদের উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিত্সার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।

বারবার বন্যপ্রাণীর হামলায় বনকর্মীদের আহত বা মৃত্যুর ঘটনায় বনকর্মীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। জলপাইগুড়ি ফরেস্ট শ্রমিক ইউনিয়নের জেলা সম্পাদক সমীর ঘোষ অভিযোগ করেন, বনকর্মীদের সুরক্ষার জন্য আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি সরকার। বারবার সংগঠনের তরফে বনকর্মীদের সুরক্ষার উপযুক্ত ব্যবস্থার দাবি জানানো হলেও তা বাস্তবায়িত হয়নি। আগামীতে এই দাবিতে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে জানান সমীরবাবু।



from Uttarbanga Sambad http://ift.tt/2lhKx1O

March 02, 2017 at 09:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top