কোচবিহার, ৩০ মার্চঃ উত্তরবঙ্গের কলেজগুলির মধ্যে পড়াশোনা, পরিকাঠামো ও শিক্ষার অনুকূল পরিবেশের জন্য স্বীকৃতি পেল কোচবিহারের আচার্ষ ব্রজেন্দ্রনাথ শীল কলেজ। রাষ্ট্রীয় মূল্যায়ন ও স্বীকৃতি পর্ষদ বা ন্যাক-এর বিচারে এ গ্রেড পেয়েছে এই কলেজ। উত্তরবঙ্গের সরকারি ও সরকার অনুমোদিত কলেজগুলির মধ্যে এটিই সেরা গ্রেড। এর আগে ২০০৮ সালের মূল্যায়নে এবিএন শীল কলেজ বি গ্রেড পায়। অধ্যক্ষ বিমলকুমার সাহা জানান, এ গ্রেড পাওয়ায় ইউজিসি সহ অন্যান্য সংস্থা থেকে উন্নয়নের জন্য আরও বেশি টাকা পাওয়া যাবে।
from Uttarbanga Sambad http://ift.tt/2mRZIzq
March 30, 2017 at 02:36PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন