ঢাকা, ১৬ মার্চ- পহেলা বৈশাখ উপলক্ষ্যে নতুন গানের মিউজিক ভিডিও নিয়ে আসছেন আঁখি আলমগীর। গানের পাশাপাশি বর্ণিল আয়োজনের মিউজিক ভিডিওটিতে পারফর্মও করেছেন তিনি। অডিও প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা ঢোলের ব্যানারে বৈশাখের গানে কণ্ঠ দিয়েছেন আঁখি। শহীদুল্লাহ ফরায়জীর কথায় বৈশাখী মেলা শিরোনামের গানটির সুর দিয়েছেন ও সংগীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী। সম্প্রতি গানটির মিউজিক ভিডিওর দৃশ্যধারণে অংশ নেন আঁখি। আঁখি বললেন, আলী আঙ্কেলের সুরে এর আগে চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার সৌভাগ্য হয়েছিলো। কিন্তু বৈশাখের গানটি সম্পূর্ণ আলাদা। তার সুরে এমন একটি আনন্দ-উৎসবের গানে কণ্ঠ দিতে পেরে দারুণ ভালো লাগছে। এটি আমার কাছে একটি পুরস্কার। বৈশাখী মেলা গানটির ব্যয়বহুল ভিডিও তৈরি করেছেন আশিকুর রহমান। এতে কোরিওগ্রাফি করেছেন আরিফ রোহান। মিউজিক ভিডিওটি নিয়েও উচ্ছ্বসিত তিনি। বললেন, শুটিং বেশ উপভোগ করেছি, নাচে অংশ নিয়েও ভালো লাগছে। আমি সাধারণত নিজের গানের ভিডিও নিজের পছন্দে তৈরি করি। প্রথমবার অন্যদের তৈরি করা গানের ভিডিওতে অংশ নিলাম। সত্যি বলতে, বিরাট আয়োজন দেখে আমি অবাকই হয়েছি। ভিডিওটি দারুণ হয়েছে। ভিডিওতে আঁখির সঙ্গে নেচেছেন ৩২ জনের নাচের দল। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম banglaflix.com.bd-এ মিউজিক ভিডিওটি পাওয়া যাবে। এ ছাড়া গানটি শোনা যাবে বাংলা ঢোলের অ্যাপস ও যে কোনো অপারেটর থেকে ৪৬৪৬ নম্বরে ডায়াল করে। আর/১২:১৪/১৬ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2n0y5Dh
March 16, 2017 at 06:47AM
16 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top