তিন তালাক বিরুদ্ধে পিটিশনে সাক্ষর ১০ লক্ষ ভারতীয় মুসলিম

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ তিন তালাক বিরুদ্ধে পিটিশনে সাক্ষর করেছেন ১০ লক্ষেরও অধিক মুসলিম। তাঁদের মধ্যে বেশিভাগই রয়েছেন মহিলা।

আরএসএস-এর একটি শাখা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ এই পিটিশন সংগ্রহে নেমেছে। তিন তালাকের বন্ধের দাবিতে সুপ্রিমকোর্টে একটি পিটিশন জমা দিয়েছেন একাধিক মহিলা।

কোরাণে এইভাবে বিবাহবিচ্ছেদ প্রথার কোনও উল্লেখ নেই। কোরাণ অনুযায়ী, এই প্রথায় রয়েছে আলোচনা, সমঝোতা এবং মধ্যস্থতা। ৩ মাস ধরে এই প্রক্রিয়া চলার পরই বিহাববিচ্ছেদ হতে পারে। প্রায় ৯২ শতাংশ মুসলিম মহিলারা এই প্রথার অবসান চান বলে দাবি করে ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন।

এব্যাপারে কেন্দ্র জানিয়েছে, তিন তালাক প্রথা নারী অধিকার ও সমতার বিরুদ্ধে। এর মাধ্যমে সমাজে বাড়ছে লিঙ্গ বৈষম্য। এই প্রথা বজায় রাখা উচিত কিনা সেই সিদ্ধান্ত নিতে শীর্ষ আদালতের রায় চাওয়া হয়েছে। যদিও কেন্দ্রের এই প্রস্তাবের বিরোধিতা করে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড।



from Uttarbanga Sambad http://ift.tt/2mGaO6D

March 18, 2017 at 05:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top