মুম্বাই, ০৪ মার্চ- বিভিন্ন সময় নানা কারণেই আলোচনায় থাকেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। মামলা, জেল যেন তার পিছু ছাড়ে না। আবারও সঞ্জয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এমন খবরই প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, আগ্রার তাজমহলের ভিভিআইপি লেনে চলছে সঞ্জয় অভিনীতভূমিছবির শুটিং। শুটিং সেটে ভিড়ের মধ্যে সাংবাদিকরা সঞ্জয়ের ছবি তুলতে গেলে তার দেহরক্ষীরা সাংবাদিকদের ওপর হামলা চালায়। এ সময় সাংবাদিকদের মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন সাংবাদিকরা। তারপর সঞ্জয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তারা। এ সময় সঞ্জয় দত্ত এবং প্রযোজকদের নির্দেশে তাদের মারধর করা হয়েছে এবং প্রতিবাদ করলে তাদের গালিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন সাংবাদিকরা। তবে, সাংবাদিকদের সামনে নিজের দেহরক্ষীর ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে নেন সঞ্জয় দত্ত। সেই সঙ্গে এও জানান, ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না৷ তার এক ঘণ্টা আগেই হোটেলে ফিরে গিয়েছিলেন। তিনি থাকলে এমন ঘটনা হতে দিতেন না। এফ/১৬:২০/০৪মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mp15Vn
March 04, 2017 at 10:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top